Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) শীর্ষক প্রকল্প
বিস্তারিত

ফরিদগঞ্জ  উপজেলার ১৪ নং ফরিদঞ্জ দক্ষিন  ইউনিয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কাজের সুযোগ গ্রহণে নারী সমর্থ্য উন্নয়ন সুশীলন এনজিও  আওতায়  (স্বপ্ন প্রকল্পের ২) প্রকল্প গ্রহন করা হয়েছে।


উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি, মারিকো-বাংলাদেশ লিমিটেড ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।

প্রকল্প শুরু
01/07/2023
প্রকল্পের ধরণ
অন্যান্য
label.Details.title

ফরিদগঞ্জ  উপজেলার ১৪ নং ফরিদঞ্জ দক্ষিন  ইউনিয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কাজের সুযোগ গ্রহণে নারী সমর্থ্য উন্নয়ন সুশীলন এনজিও  আওতায়  (স্বপ্ন প্রকল্পের ২) প্রকল্প গ্রহন করা হয়েছে।


উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি, মারিকো-বাংলাদেশ লিমিটেড ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।

কাজের বর্ননা

প্রকল্পটির কাজের বর্ননাঃ

ক.  প্রকল্প  কর্তৃক নির্ধারিত মানদন্ডের  আলোকে প্রতিটি ইউনিয়নে ৩৬ জন নারী উপকার ভোগী নির্বাচন;

খ. ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত স্কিমের আওতায় বিভিন্ন রাস্তাঘাট মেরামত,  পুকুর ও মাঠ সংস্কার, বাাঁধ সংস্কার ও মেরামত, বৃক্ষরোপন ইত্যাদি  বিবিধ কাজে উপকারভোগীদের জন্য ১২ মাসের কর্মসংস্থান সৃষ্টি;

গ. দৈনিক ২৫০/- ( দুইশত পঞ্চাশ)  টাকা মজুরি প্রদান। তন্নধ্যে ভবিষ্যৎ বিনিয়োগ তহবিল সৃষ্টির লক্ষ্যে ৫০/- (পঞ্চাশ) টাকা মজুরি প্রকল্প হিসাবে জমা হবে;

ঘ.  নারী  উপকার ভোগীদের দক্ষতা অর্জনে ০৬টি বিষয়ে ( স্বাস্থ্য ও পুষ্টি, নারী-পুরুষ সম্পর্ক উন্নয়ন,  নারী অধীকার, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা,  স্বশিক্ষন সহজ হিসাব, নেতৃত্ব উন্নয় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের করনীয়) প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান: 

ঙ. সংশ্লিষ্ট জেলাসমূহে বাজার সম্ভাব্যতা যাচাই পূর্বক  প্রশিক্ষন চাহিদা নিরুপন করে বিবিধ আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন প্রদান;

চ.  যোগ্যতা  সম্পন্ন ও আগ্রহী নারী উপকারভোগীদেরকে অধিকতর প্রশিক্ষন প্রদান পূর্বক রপ্তানীমুখী শিল্প-কারখানায়  আনুষ্ঠানিক নিয়োগ প্রদান; 

ছ.  ১২ মাসের চক্র সমাপ্তির পর  বাধ্যতামূলক  সঞ্চয় হিবাসে  প্রাপ্ত  এককালীন অর্থ বিনিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে  লাভজনক ক্ষুদ্র ব্যবসা চালু করনে  প্রয়োজনীয় সহযোগীতা প্রদান এবং ;

জ. প্লাস্টিক  বর্জ্য  ব্যবস্থপনার মাধ্যমে  ইউনিয়ন পরিষদগুলোকে  প্লাস্টিক দূষন মুক্ত করা;