বাধ্যতামূলক কার্যাবলীঃ
· আইন-শৃংখলারক্ষাা করা এবং এ বিষয় প্রশাসনকে সহায়তা করা;
· অপরাধ, বিশৃংখলা এবং চেরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণকরা;
· কৃষি, বৃক্ষ রোপণ মংস্য ও পশু পালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ;
· পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো;
· স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা;
· জনগণের সম্পত্তি যথা- রাসত্মা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইদ্যাদি সংরক্ষন করা;
· ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা;
· স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা;
· জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা;
· সব ধরনের শুমারী পরিচালনা করা।
ঐচ্ছিক কার্যাবলীঃ
· জনগণ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ;
· সরকারী স্থান,উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ-এর ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ;
· জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো;
· সাধারণভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ;
· কবরস্থান, শ্মাশান ঘাট, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা;
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS